বিসিবি নির্বাচনে সভাপতি পদে সম্ভাব্য লড়াই, আমিনুল বনাম তামিম

- আপডেট সময় ০৪:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সময় নিজের মেয়াদকে একটি ‘কুইক টি-টোয়েন্টি ইনিংস’ হিসেবে তুলনা করেছিলেন আমিনুল ইসলাম।
তিন মাস আগে দেওয়া সেই মন্তব্যে তিনি স্পষ্ট করেছিলেন, দীর্ঘ সময় বোর্ডে থাকার কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে সময়ের সঙ্গে পাল্টেছে তাঁর ভাবনা। সম্প্রতি তিনি জানিয়েছেন, ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে আবারও বিসিবির সভাপতি হতে আপত্তি নেই তাঁর। এমনকি পরিচালক পদে নির্বাচন করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হবে বলে গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে বোর্ড। খুব শিগগিরই বর্তমান সভাপতি আমিনুল তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করবেন। এর পর থেকেই শুরু হবে নির্বাচনী প্রস্তুতির পূর্ণাঙ্গ কার্যক্রম।
সভাপতি হওয়ার দৌড়ে কারা আছেন, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। ইতিমধ্যেই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন, বিসিবির আসন্ন নির্বাচনে তিনি লড়বেন। পরিচালকদের সমর্থন পেলে তিনিও সভাপতির আসনে বসতে পারেন। নিয়ম অনুযায়ী, ক্লাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জাতীয় ক্রীড়া পরিষদ মিলিয়ে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন, এবং তাঁদের ভোটেই নির্বাচিত হবেন বোর্ড সভাপতি।
আজ সিলেটে স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতির পদ নিয়ে আগ্রহের বিষয়ে আমিনুল বলেন, “বোর্ড ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব এবং সেটি হবে প্রপার নির্বাচন। এখানে সরাসরি সভাপতি নির্বাচন হয় না, পরিচালকদের নির্বাচন হয়। সেটিই প্রথম লক্ষ্য। সেখানে থাকতে চাই, আর পরে যদি সুযোগ আসে, আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে।”
এতে পরিষ্কার হলো, আসন্ন বিসিবি নির্বাচনে সভাপতি পদে জাতীয় দলের দুই সাবেক অধিনায়কের লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা আঞ্চলিক ক্রিকেট সংস্থা প্রসঙ্গেও কথা বলেন আমিনুল। তিনি জানান, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সংস্থার কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তবে দ্রুতই তা আবার শুরু করার আশ্বাস দিয়েছেন তিনি।