ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

    মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, উদ্বেগ ও সমবেদনা প্রকাশ : তারেক রহমান

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:২২:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
    • / ২৬৫ বার পড়া হয়েছে

    রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি কলেজ ভবনের জুনিয়র সেকশনের একটি অংশে আঘাত হানে।

    ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। ভবনের বিভিন্ন ফ্লোর থেকে শিশু শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনা হয়।

    মাইলস্টোন কলেজের প্রভাষক রেজাউল ইসলাম জানান, ছুটির ঠিক আগমুহূর্তে দুর্ঘটনাটি ঘটে। একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি জুনিয়র সেকশনের ভবনে আঘাত হানে। নার্সারি থেকে শুরু করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ক্লাস চলে ওই ভবনে। বিমানটি ভবনের গেট ভেদ করে নিচতলায় আছড়ে পড়ে, সেখানে গর্ত তৈরি হয়ে আগুন ধরে যায়।

    এ ঘটনায় উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, “আমরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে মর্মাহত। এমন ভয়ংকর অভিজ্ঞতা কোনো ছাত্র-ছাত্রীর জন্য কাম্য নয়।”

    তিনি আরও বলেন, “আমি গভীর প্রার্থনা করছি এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণ প্রাণদের জন্য। বিএনপির সব নেতা-কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই—এই দুঃসময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে।”

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কলেজ ভবনের নিচতলায় আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস সদস্যরা তা নিয়ন্ত্রণে কাজ করছেন। ভবনের অন্যান্য তলার শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনা হচ্ছে। এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের প্রস্তুতি চলছে।

    নিউজটি শেয়ার করুন

    মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, উদ্বেগ ও সমবেদনা প্রকাশ : তারেক রহমান

    আপডেট সময় ০৫:২২:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

    রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি কলেজ ভবনের জুনিয়র সেকশনের একটি অংশে আঘাত হানে।

    ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। ভবনের বিভিন্ন ফ্লোর থেকে শিশু শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনা হয়।

    মাইলস্টোন কলেজের প্রভাষক রেজাউল ইসলাম জানান, ছুটির ঠিক আগমুহূর্তে দুর্ঘটনাটি ঘটে। একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি জুনিয়র সেকশনের ভবনে আঘাত হানে। নার্সারি থেকে শুরু করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ক্লাস চলে ওই ভবনে। বিমানটি ভবনের গেট ভেদ করে নিচতলায় আছড়ে পড়ে, সেখানে গর্ত তৈরি হয়ে আগুন ধরে যায়।

    এ ঘটনায় উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, “আমরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে মর্মাহত। এমন ভয়ংকর অভিজ্ঞতা কোনো ছাত্র-ছাত্রীর জন্য কাম্য নয়।”

    তিনি আরও বলেন, “আমি গভীর প্রার্থনা করছি এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণ প্রাণদের জন্য। বিএনপির সব নেতা-কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই—এই দুঃসময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে।”

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কলেজ ভবনের নিচতলায় আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস সদস্যরা তা নিয়ন্ত্রণে কাজ করছেন। ভবনের অন্যান্য তলার শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনা হচ্ছে। এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের প্রস্তুতি চলছে।