ভোট দিতে হুইলচেয়ারে কেন্দ্রে প্রবেশ করলেন মেঘমল্লার বসু

- আপডেট সময় ০৪:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬০ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে হাজির হয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি হুইলচেয়ারে একজন সহযোগীর সহায়তায় কেন্দ্রে প্রবেশ করেন।
মেঘমল্লার বসু বলেন, “সকাল থেকেই বড় দলগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে। তবে সবকিছু মেনে নিয়ে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।” তিনি ভোটারদেরও কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, “সবাই ভোটাধিকার প্রয়োগে অংশ নিন। এটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।”
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এটি বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে, যা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।