যুক্তরাষ্ট্র ও চীন শুল্ক কমাতে রাজি

- আপডেট সময় ০৩:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৩০১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র আর চীন তাদের মধ্যে বাণিজ্য নিয়ে চলা ঝামেলা কমাতে একটি বড় পদক্ষেপ নিয়েছে। দুই দেশ পরস্পরের পণ্যের ওপর লাগানো শুল্ক কমানোর ব্যাপারে রাজি হয়েছে।
যুক্তরাষ্ট্র আর চীন আগামী ৯০ দিনের জন্য একে অপরের পণ্যের ওপর লাগানো শুল্ক কমাবে। সোমবার দুই দেশের একটি যৌথ বিবৃতিতে এই খবর জানানো হয়। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের বড় বড় কর্মকর্তারা বেশ কয়েকদিন ধরে বাণিজ্য নিয়ে আলোচনা করেন। এই আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করবে। অন্যদিকে, চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে। এই শুল্ক কমানোর ফলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাকে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন। রোববার তিনি তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “চীনের সঙ্গে সুইজারল্যান্ডে ভালো বৈঠক হয়েছে। অনেক বিষয়ে একমত হয়েছি। দুই দেশের ব্যবসার জন্য চীন তাদের বাজার আরও খুলে দেবে। এটা বড় অগ্রগতি।”
জেনেভার এই বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিরসহ বড় কর্মকর্তারা ছিলেন। চীনের পক্ষেও তাদের শীর্ষ কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেন।