রিজভীর অভিযোগ: অন্তর্বর্তী সরকার হাঁটছে শেখ হাসিনার পথে

- আপডেট সময় ০৪:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ২৯৩ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পুরোনো কৌশলের পুনরাবৃত্তি করছে। রোববার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে শুভেচ্ছা শোভাযাত্রা শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজন নির্বিঘ্নে প্রবেশ করছে, কিন্তু সরকার নীরব। জনগণ নিরপেক্ষ নির্বাচন চায়, কিন্তু সরকারের নিষ্ক্রিয়তা সন্দেহ বাড়াচ্ছে। তিনি শেখ হাসিনার সমালোচনা করে বলেন, তিনি হত্যার মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেন এবং লোক দেখানো গণতন্ত্রের কথা বলতেন।
রিজভী জানান, জনগণ এখন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল, কারণ তিনি গণতন্ত্রের আপসহীন প্রতীক। তিনি প্রশ্ন তুলে বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কীভাবে গোপনে দেশ ছাড়লেন? তাঁর পাসপোর্ট এখনও বৈধ কি না, তা নিয়েও সরকারের উচিত জবাব দেওয়া।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে রিজভী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হলেও, ভারতের অপপ্রচার ও একতরফা বন্ধুত্ব টেকসই নয়। তিনি সরকারের কাছে স্বচ্ছ নির্বাচন ও জনগণের প্রতি দায়বদ্ধতার আহ্বান জানান। এই সমালোচনা দেশের রাজনৈতিক পরিস্থিতির নতুন বিতর্ক তৈরি করেছে।