ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

    রোমাঞ্চকর সিরিজ জয় অস্ট্রেলিয়ার, রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল ও ব্রেভিস

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
    • / ২৬১ বার পড়া হয়েছে

    অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল (শনিবার), যেখানে ২-১ ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে অনেকটা হারতে বসা ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এই ম্যাচে ম্যাক্সওয়েল ও দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস একাধিক রেকর্ড গড়েছেন।

    অস্ট্রেলিয়ার কেয়ার্নসে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ১৭২ রান করে। তাদের পক্ষে ‘বেবি এবি’খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস মাত্র ২৬ বলে ৫৩ এবং রাসি ভ্যান ডার ডুসেন ২৬ বলে ৩৮ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ ৩৭ বলে ৫৪ এবং ম্যাক্সওয়েল ৩৬ বলে ৬২ রানের সুবাদে ১ বল ও ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

    ম্যাক্সওয়েল ও ব্রেভিসের রেকর্ডসমূহ
    দ্রুততম ফিফটি: মাত্র ২২ বলে ফিফটি করেছেন ব্রেভিস, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানের দ্রুততম ফিফটি। এর আগের ম্যাচেই তিনি ২৫ বলে ফিফটি করে রেকর্ডটি গড়েছিলেন, যা নিজেই ভেঙে দিয়েছেন। এছাড়া এটি অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে করা দ্রুততম ফিফটিও।

    সর্বোচ্চ ছক্কা: এই সিরিজের ৩ ম্যাচে ব্রেভিস মোট ১৪টি ছক্কা মেরেছেন, যা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল ভারতীয় তারকা বিরাট কোহলির (১০ ম্যাচে ১২টি ছক্কা)।

    ক্যাচের রেকর্ড: উইকেটরক্ষক নন এমন ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৬২টি ক্যাচ ধরার ডেভিড ওয়ার্নারের রেকর্ডে ভাগ বসিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অ্যারন ফিঞ্চ ৫০ এবং স্টিভেন স্মিথ ৪১টি ক্যাচ নিয়েছেন।

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা:
    ম্যাক্সওয়েল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন। ১২৪টি ম্যাচ খেলে তার মোট ছক্কার সংখ্যা ১৪৮টি। এই রেকর্ডে তিনি সূর্যকুমার যাদবকে ছাড়িয়ে গেছেন। তার সামনে আছেন রোহিত শর্মা (২০৫), মার্টিন গাপটিল (১৭৩), মোহাম্মদ ওয়াসিম (১৬৮), জস বাটলার (১৬০) এবং নিকোলাস পুরান (১৪৯)।

    নিউজটি শেয়ার করুন

    রোমাঞ্চকর সিরিজ জয় অস্ট্রেলিয়ার, রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল ও ব্রেভিস

    আপডেট সময় ০১:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

    অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল (শনিবার), যেখানে ২-১ ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে অনেকটা হারতে বসা ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এই ম্যাচে ম্যাক্সওয়েল ও দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস একাধিক রেকর্ড গড়েছেন।

    অস্ট্রেলিয়ার কেয়ার্নসে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ১৭২ রান করে। তাদের পক্ষে ‘বেবি এবি’খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস মাত্র ২৬ বলে ৫৩ এবং রাসি ভ্যান ডার ডুসেন ২৬ বলে ৩৮ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ ৩৭ বলে ৫৪ এবং ম্যাক্সওয়েল ৩৬ বলে ৬২ রানের সুবাদে ১ বল ও ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

    ম্যাক্সওয়েল ও ব্রেভিসের রেকর্ডসমূহ
    দ্রুততম ফিফটি: মাত্র ২২ বলে ফিফটি করেছেন ব্রেভিস, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানের দ্রুততম ফিফটি। এর আগের ম্যাচেই তিনি ২৫ বলে ফিফটি করে রেকর্ডটি গড়েছিলেন, যা নিজেই ভেঙে দিয়েছেন। এছাড়া এটি অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে করা দ্রুততম ফিফটিও।

    সর্বোচ্চ ছক্কা: এই সিরিজের ৩ ম্যাচে ব্রেভিস মোট ১৪টি ছক্কা মেরেছেন, যা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল ভারতীয় তারকা বিরাট কোহলির (১০ ম্যাচে ১২টি ছক্কা)।

    ক্যাচের রেকর্ড: উইকেটরক্ষক নন এমন ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৬২টি ক্যাচ ধরার ডেভিড ওয়ার্নারের রেকর্ডে ভাগ বসিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অ্যারন ফিঞ্চ ৫০ এবং স্টিভেন স্মিথ ৪১টি ক্যাচ নিয়েছেন।

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা:
    ম্যাক্সওয়েল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন। ১২৪টি ম্যাচ খেলে তার মোট ছক্কার সংখ্যা ১৪৮টি। এই রেকর্ডে তিনি সূর্যকুমার যাদবকে ছাড়িয়ে গেছেন। তার সামনে আছেন রোহিত শর্মা (২০৫), মার্টিন গাপটিল (১৭৩), মোহাম্মদ ওয়াসিম (১৬৮), জস বাটলার (১৬০) এবং নিকোলাস পুরান (১৪৯)।