ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

    শহীদ মিনারে এনসিপির সমাবেশ-প্রদর্শিত হচ্ছে জুলাই আন্দোলনের ভিডিও চিত্র

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
    • / ২৫৯ বার পড়া হয়েছে

    নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে আগত এনসিপির নেতাকর্মীরা। এখনো পর্যন্ত সমাবেশস্থলে ভিড় তুলনামূলক কম হলেও, প্রস্তুতি চলছে পুরোদমে।

    সমাবেশ ঘিরে শহীদ মিনারের বেদীর দুই পাশে বসানো হয়েছে বিশাল দুটি প্রজেক্টর। পাশাপাশি আরও বেশ কয়েকটি মনিটরে প্রদর্শিত হচ্ছে জুলাই গণআন্দোলনের বিভিন্ন ভিডিও চিত্র। সমাবেশে উপস্থিত সাংবাদিকরা ইতোমধ্যেই সরেজমিনে পর্যবেক্ষণ করছেন অনুষ্ঠানস্থলের আয়োজন ও পরিবেশ।

    জয়পুরহাট থেকে আসা এনসিপির কর্মী হাসান বলেন, “আজকের দিনটি ঐতিহাসিক। আমরা অপেক্ষা করছি এমন একটি ইশতেহার ঘোষণার, যা একটি নতুন বাংলাদেশের সূচনা করবে। এ ইশতেহারেই থাকবে দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা।”

    দলীয় সূত্রে জানা গেছে, এই সমাবেশ থেকে জাতীয় নাগরিক পার্টি ২৪ দফার একটি ইশতেহার ঘোষণা করবে, যেখানে থাকবে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা। ইশতেহারে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাত, অর্থনৈতিক কাঠামো, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের কৌশল, প্রবাসীদের নিয়ে পরিকল্পনা, নগরায়ন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

    জাতীয় নাগরিক পার্টির দাবি, এই ইশতেহার হবে এমন এক রাজনৈতিক প্রস্তাবনা, যা দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন দিগন্তের সূচনা করবে এবং নাগরিক চাহিদাকে ভিত্তি করে গড়ে তুলবে এক বাস্তবভিত্তিক নতুন বাংলাদেশ।
    নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে

    নিউজটি শেয়ার করুন

    শহীদ মিনারে এনসিপির সমাবেশ-প্রদর্শিত হচ্ছে জুলাই আন্দোলনের ভিডিও চিত্র

    আপডেট সময় ০৪:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

    নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে আগত এনসিপির নেতাকর্মীরা। এখনো পর্যন্ত সমাবেশস্থলে ভিড় তুলনামূলক কম হলেও, প্রস্তুতি চলছে পুরোদমে।

    সমাবেশ ঘিরে শহীদ মিনারের বেদীর দুই পাশে বসানো হয়েছে বিশাল দুটি প্রজেক্টর। পাশাপাশি আরও বেশ কয়েকটি মনিটরে প্রদর্শিত হচ্ছে জুলাই গণআন্দোলনের বিভিন্ন ভিডিও চিত্র। সমাবেশে উপস্থিত সাংবাদিকরা ইতোমধ্যেই সরেজমিনে পর্যবেক্ষণ করছেন অনুষ্ঠানস্থলের আয়োজন ও পরিবেশ।

    জয়পুরহাট থেকে আসা এনসিপির কর্মী হাসান বলেন, “আজকের দিনটি ঐতিহাসিক। আমরা অপেক্ষা করছি এমন একটি ইশতেহার ঘোষণার, যা একটি নতুন বাংলাদেশের সূচনা করবে। এ ইশতেহারেই থাকবে দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা।”

    দলীয় সূত্রে জানা গেছে, এই সমাবেশ থেকে জাতীয় নাগরিক পার্টি ২৪ দফার একটি ইশতেহার ঘোষণা করবে, যেখানে থাকবে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা। ইশতেহারে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাত, অর্থনৈতিক কাঠামো, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের কৌশল, প্রবাসীদের নিয়ে পরিকল্পনা, নগরায়ন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

    জাতীয় নাগরিক পার্টির দাবি, এই ইশতেহার হবে এমন এক রাজনৈতিক প্রস্তাবনা, যা দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন দিগন্তের সূচনা করবে এবং নাগরিক চাহিদাকে ভিত্তি করে গড়ে তুলবে এক বাস্তবভিত্তিক নতুন বাংলাদেশ।
    নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে