ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

    শিশু ময়নার মৃত্যুতে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    ব্রাহ্মণবাড়িয়ার হাবলি পাড়া একটি শান্ত গ্রাম আর সেই গ্রামেরই বাতাস আজ ভারী হয়ে উঠেছে শোক আর স্তব্ধতায়

    নিখোঁজ হওয়ার একদিন পর, মসজিদের ভেতর থেকে উদ্ধার হয় পঞ্চম শ্রেণির ছাত্রী ময়নার নিথর দেহ। নিষ্পাপ এই “শিশুটি” যার জীবন থেমে গেল অকালেই বাবা-মায়ের চোখে এখন শুধুই একটাই প্রশ্ন — কেনো তাদের মেয়ের এই অবস্থা হল, এলাকা বাসীর মধ্যে চলছে উত্তেজনা ও আতঙ্ক প্রত্যেকের মুখেই একই দাবি— দোষীদের খুঁজে বের করে যেন দেওয়া হয় দৃষ্টান্তমূলক শাস্তি।

    ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত, একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কেউই রেহাই পাবে না, দ্রুতই দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে, অপরাধীদের দ্রুত সাজা দেওয়ার দাবি নিয়ে হাবলি পাড়া গ্রামের এলাকাবাসীরা এ নিয়ে আন্দোলন করেন,

    হাবলি পাড়ার কিছু স্থানীয় লোকজন বলেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির কার্যক্রম করতে হবে, স্থানীয় একজন বলেন “আমার বয়সে এমন ঘটনা এই এলাকায় আগে কখনো দেখিনি। আমরা চাই, অপরাধীরা যেন আইনের কঠিনতম সাজা পায়।” ময়নার বাবা-মা জানান ময়নার মত আর কোন শিশুর সাথে যেন এইরকম করুন পরিনিতি আর না হয়,

    নিউজটি শেয়ার করুন

    শিশু ময়নার মৃত্যুতে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া

    আপডেট সময় ০৪:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

    ব্রাহ্মণবাড়িয়ার হাবলি পাড়া একটি শান্ত গ্রাম আর সেই গ্রামেরই বাতাস আজ ভারী হয়ে উঠেছে শোক আর স্তব্ধতায়

    নিখোঁজ হওয়ার একদিন পর, মসজিদের ভেতর থেকে উদ্ধার হয় পঞ্চম শ্রেণির ছাত্রী ময়নার নিথর দেহ। নিষ্পাপ এই “শিশুটি” যার জীবন থেমে গেল অকালেই বাবা-মায়ের চোখে এখন শুধুই একটাই প্রশ্ন — কেনো তাদের মেয়ের এই অবস্থা হল, এলাকা বাসীর মধ্যে চলছে উত্তেজনা ও আতঙ্ক প্রত্যেকের মুখেই একই দাবি— দোষীদের খুঁজে বের করে যেন দেওয়া হয় দৃষ্টান্তমূলক শাস্তি।

    ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত, একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কেউই রেহাই পাবে না, দ্রুতই দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে, অপরাধীদের দ্রুত সাজা দেওয়ার দাবি নিয়ে হাবলি পাড়া গ্রামের এলাকাবাসীরা এ নিয়ে আন্দোলন করেন,

    হাবলি পাড়ার কিছু স্থানীয় লোকজন বলেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির কার্যক্রম করতে হবে, স্থানীয় একজন বলেন “আমার বয়সে এমন ঘটনা এই এলাকায় আগে কখনো দেখিনি। আমরা চাই, অপরাধীরা যেন আইনের কঠিনতম সাজা পায়।” ময়নার বাবা-মা জানান ময়নার মত আর কোন শিশুর সাথে যেন এইরকম করুন পরিনিতি আর না হয়,