শুক্রবার তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৪:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ২৭০ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৮ আগস্ট) বিকেলে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তারেক রহমান।
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার পর তারেক রহমান এই প্রথম ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসছেন।”