সোমবারের মধ্যে সব দলের কাছে যাবে ‘জুলাই সনদ’ খসড়া : জাতীয় ঐকমত্য কমিশন

- আপডেট সময় ০১:৫৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, বহু প্রতীক্ষিত ‘জুলাই সনদ’-এর খসড়া আগামী সোমবারের মধ্যে দেশের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলোর কাছ থেকে দ্রুত মতামত পাওয়া গেলে তা বিবেচনায় নিয়ে চূড়ান্ত খসড়ায় সংযোজন করা হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিনের আলোচ্যসূচিতে ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব।
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, “জুলাই সনদের খসড়া নিয়ে সংলাপের টেবিলে আলাদাভাবে আলোচনা হবে না। তবে যদি কোনো দল থেকে মৌলিক ও বড় ধরনের আপত্তি উঠে, তখন তা আলোচনার বিষয় হতে পারে। প্রত্যেক দলের পক্ষ থেকে পাওয়া মতামতকে প্রাথমিক সনদের ভূমিকা ও প্রতিশ্রুতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।”
তিনি জানান, জাতীয় ঐকমত্য সনদে স্বাক্ষরের জন্য নির্দিষ্ট একটি দিন সংলাপে বরাদ্দ থাকবে। আলোচনার পুরো প্রক্রিয়া ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, ৭টি বিষয়ে আলোচনা অসম্পূর্ণ রয়েছে এবং ৩টি বিষয়ের আলোচনা এখনো শুরু হয়নি।
সংলাপটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, সাবেক বিচারপতি এমদাদুল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. আইয়ুব মিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
জাতীয় ঐকমত্য সনদের খসড়া নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন বাড়তি কৌতূহল ও প্রত্যাশা উভয়ই কাজ করছে। সেই প্রেক্ষাপটে এটি সময়োপযোগী একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।