ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    স্বাস্থ্যসেবায় টেকসই সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধান উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৭:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
    • / ২৫৯ বার পড়া হয়েছে

    প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের দোরগোড়ায় সুলভ, সহজপ্রাপ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান অন্তর্বর্তী সরকার স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

    রোববার ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য—“হেপাটাইটিস : লেটস ব্রেক ইট ডাউন”—যা বৈশ্বিক হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

    তিনি বলেন, “লিভার রোগ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে এখনও ব্যাপক অজ্ঞতা রয়েছে। সময়মতো চিকিৎসা গ্রহণ না করা, ভুল ধারণা ও কুসংস্কারের কারণে বাংলাদেশে লিভারজনিত রোগের প্রকোপ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।”

    জাতীয় ও আন্তর্জাতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশের প্রায় ৪.৪ শতাংশ মানুষ হেপাটাইটিস-বি এবং শূন্য দশমিক ৬ শতাংশ হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত। প্রতিবছর অনেক মানুষ হেপাটাইটিস, লিভার সিরোসিস, ক্যান্সার ও লিভার ফেইলিওরের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। তবে সচেতনতা ও সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগগুলো প্রতিরোধযোগ্য এবং সুস্থ জীবনযাপন সম্ভব।

    প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার ইতিমধ্যে সারাদেশে হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার কল্যাণসেবা পৌঁছে দিতে জেলা ও উপজেলা পর্যায়ে মোবাইল ফোন এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে চিকিৎসাসেবা চালু করা হয়েছে।

    তিনি জানান, ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে এ লক্ষ্যে পৌঁছাতে হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা, গণমাধ্যম এবং সচেতন নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টা জরুরি।

    হেপাটাইটিসকে “নীরব ঘাতক” আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে রোগটি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

    নিউজটি শেয়ার করুন

    স্বাস্থ্যসেবায় টেকসই সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধান উপদেষ্টা

    আপডেট সময় ০৭:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের দোরগোড়ায় সুলভ, সহজপ্রাপ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান অন্তর্বর্তী সরকার স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

    রোববার ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য—“হেপাটাইটিস : লেটস ব্রেক ইট ডাউন”—যা বৈশ্বিক হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

    তিনি বলেন, “লিভার রোগ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে এখনও ব্যাপক অজ্ঞতা রয়েছে। সময়মতো চিকিৎসা গ্রহণ না করা, ভুল ধারণা ও কুসংস্কারের কারণে বাংলাদেশে লিভারজনিত রোগের প্রকোপ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।”

    জাতীয় ও আন্তর্জাতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশের প্রায় ৪.৪ শতাংশ মানুষ হেপাটাইটিস-বি এবং শূন্য দশমিক ৬ শতাংশ হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত। প্রতিবছর অনেক মানুষ হেপাটাইটিস, লিভার সিরোসিস, ক্যান্সার ও লিভার ফেইলিওরের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। তবে সচেতনতা ও সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগগুলো প্রতিরোধযোগ্য এবং সুস্থ জীবনযাপন সম্ভব।

    প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার ইতিমধ্যে সারাদেশে হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার কল্যাণসেবা পৌঁছে দিতে জেলা ও উপজেলা পর্যায়ে মোবাইল ফোন এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে চিকিৎসাসেবা চালু করা হয়েছে।

    তিনি জানান, ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে এ লক্ষ্যে পৌঁছাতে হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা, গণমাধ্যম এবং সচেতন নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টা জরুরি।

    হেপাটাইটিসকে “নীরব ঘাতক” আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে রোগটি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।