২১ জুন ঢাকায় মহাসমাবেশ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৫:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ৩২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২১ জুন ঢাকায় মহাসমাবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই দিন মহাসমাবেশ করার জন্য ডিএমপির কাছে আবেদনও জানিয়েছে দলটি।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ২১ জুন মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছি। তবে এখনও সবকিছু ঠিক হয়নি। সব ঠিক হলেই আমরা জানিয়ে দেব।
জানা গেছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হতে পারে। সমাবেশ থেকে একটি বড় বার্তা ও অবস্থান দেখাতে চায় দলটি।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ঢাকার বাইরে বড় সমাবেশ করলেও ঢাকায় বড় সমাবেশ করেনি দলটি।