ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

    ৪ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ আলোচনা থেকে ওয়াকআউট বিএনপির

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
    • / ২৬৫ বার পড়া হয়েছে

    জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগবিধি নিয়ে সংলাপ থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই আলোচনা থেকে ওয়াকআউট করেন।

    বেলা সাড়ে ১১টার পর আলোচনার সূচনা করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি সরকারি নিয়োগ প্রতিষ্ঠানগুলোর নিয়োগসংক্রান্ত বিধানের খসড়া তুলে ধরলে, বিএনপির পক্ষে সালাহউদ্দিন আহমেদ জানান, তারা এই আলোচনায় অংশ নেবেন না।

    এরপর আলী রীয়াজ বলেন, বিএনপি স্পষ্ট করেছে যে তারা আলোচনায় অনুপস্থিত থাকবে। তিনি মন্তব্য করেন, একটি দল অংশ না নিলেও আলোচনা চলবে কি না, তা সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই প্রসঙ্গে বলেন, “একটি বড় রাজনৈতিক দল আলোচনা থেকে বিরত থাকলে, ঐকমত্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে যায়। এ অবস্থায় আলোচনার অগ্রগতি সম্ভব নয়।”

    সংলাপের সঞ্চালক মনির হায়দার বলেন, অতীতেও একাধিক রাজনৈতিক দল ভিন্নমত জানালেও আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তোলা সম্ভব হয়েছিল। তবে বিএনপির প্রত্যাহার সংলাপের বর্তমান ধাপকে জটিল করে তুলেছে বলেই মনে করা হচ্ছে।

    নিউজটি শেয়ার করুন

    ৪ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ আলোচনা থেকে ওয়াকআউট বিএনপির

    আপডেট সময় ১২:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

    জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগবিধি নিয়ে সংলাপ থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই আলোচনা থেকে ওয়াকআউট করেন।

    বেলা সাড়ে ১১টার পর আলোচনার সূচনা করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি সরকারি নিয়োগ প্রতিষ্ঠানগুলোর নিয়োগসংক্রান্ত বিধানের খসড়া তুলে ধরলে, বিএনপির পক্ষে সালাহউদ্দিন আহমেদ জানান, তারা এই আলোচনায় অংশ নেবেন না।

    এরপর আলী রীয়াজ বলেন, বিএনপি স্পষ্ট করেছে যে তারা আলোচনায় অনুপস্থিত থাকবে। তিনি মন্তব্য করেন, একটি দল অংশ না নিলেও আলোচনা চলবে কি না, তা সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই প্রসঙ্গে বলেন, “একটি বড় রাজনৈতিক দল আলোচনা থেকে বিরত থাকলে, ঐকমত্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে যায়। এ অবস্থায় আলোচনার অগ্রগতি সম্ভব নয়।”

    সংলাপের সঞ্চালক মনির হায়দার বলেন, অতীতেও একাধিক রাজনৈতিক দল ভিন্নমত জানালেও আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তোলা সম্ভব হয়েছিল। তবে বিএনপির প্রত্যাহার সংলাপের বর্তমান ধাপকে জটিল করে তুলেছে বলেই মনে করা হচ্ছে।