৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটার সম্ভাবনা

Jesmin Sultana Mala
- আপডেট সময় ০৫:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
আগামী ২৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে ০৬ অক্টোবর (সোমবার) পর্যন্ত মোট আট দিন কিছু সময় ধরে স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে।
সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে।
বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে ০৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
ট্যাগস :
Dhaka Press টিভি সম্প্রচার বিঘ্ন ঢাকা প্রেস বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বাংলাদেশ টেলিভিশন সংবাদ বাংলাদেশ ব্রডকাস্ট সমস্যা বাংলাদেশ সংবাদ বাংলাদেশ স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সম্প্রচার সমস্যা সেপ্টেম্বর ২০২৫ সংবাদ সৌর ব্যতিচার স্যাটেলাইট সম্প্রচার বিঘ্ন স্যাটেলাইট সিগন্যাল সমস্যা