ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

    অর্জুন টেন্ডুলকারের বাগদান সম্পন্ন, পাত্রী সানিয়া চন্দক

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৭:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
    • / ২৫২ বার পড়া হয়েছে

    কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে, ক্রিকেটার অর্জুন টেন্ডুলকার ২৫ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন। গতকাল ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি সূত্র নিশ্চিত করেছে যে, অর্জুন মুম্বাইয়ের ব্যবসায়ী রবি ইকবাল ঘাইয়ের নাতনি সানিয়া চন্দকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসে খেলা এই ক্রিকেটারের আংটি বদল হয়।

    সানিয়া চন্দক মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন। এরপর ২০২০ সালে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতক সম্পন্ন করেন। ভারতের সিএনবিসি টিভি১৮-এর তথ্য অনুযায়ী, গত বছর তিনি ওয়ার্ল্ড ওয়াইড ভেটেরিনারি সার্ভিস (ডব্লিউভিএস) থেকে ভেটেরিনারি টেকনিশিয়ানের সার্টিফিকেট অর্জন করেন।

    বর্তমানে তিনি মুম্বাইয়ে ‘মি. পওজ পেট স্পা অ্যান্ড স্টোর’-এর পরিচালক ও ব্যবসায়িক অংশীদার। এনডিটিভি জানিয়েছে, এই ব্যবসা থেকে বছরে প্রায় ৯০ লাখ রুপি আয় হয়। সানিয়া নিজের ব্যক্তিগত জীবন এবং প্রচার থেকে দূরে থাকতে পছন্দ করেন। অর্জুনের বোন সারা টেন্ডুলকারের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে, যার প্রমাণ তাদের ইনস্টাগ্রামের ছবিতে দেখা যায়।

    সানিয়ার দাদা রবি ইকবাল ঘাই গ্রাভিস গ্রুপের চেয়ারম্যান এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম কোম্পানির মালিক। তার বাবা ইকবাল কৃষাণ (আই কে ঘাই) ভারতে ‘আইসক্রিমের মহারাজা’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের সৈন্যদের হাতে তৈরি খাবার সরবরাহ করতেন এবং ভারে কোয়ালিটি আইসক্রিম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী, রবি ঘাইয়ের ছেলে গৌরব ঘাই এখন পারিবারিক ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন।

    বাবার মতো ব্যাটসম্যান না হয়ে অর্জুন একজন বাঁহাতি পেস বোলার হিসেবে নিজের ক্যারিয়ার গড়েছেন। তিনি ভারতের ঘরোয়া ক্রিকেটে গোয়ার প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৩৭ উইকেট ও ৫৩২ রান করেছেন। ২৪টি টি-টোয়েন্টিতে ২৭ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ১১৯ রান। ১৮টি ওয়ানডে (লিস্ট এ) ম্যাচে ১০২ রান ও ২৫ উইকেট তার ঝুলিতে রয়েছে।

    আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ২০২৩ সালে অভিষেক হয় অর্জুনের। সে বছর ৪ ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর পরের মৌসুমে একটি ম্যাচ খেললেও কোনো উইকেট পাননি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অর্জুনের মোট সম্পদের আর্থিক মূল্য প্রায় ২২ কোটি রুপি। তার আয়ের বেশিরভাগই আসে আইপিএল থেকে।

    ২০২০ সালে তিনি ২০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ানসে সই করেন এবং পরের বছর ৩০ লাখ রুপিতে তাকে ধরে রাখা হয়। গত পাঁচ মৌসুমে আইপিএল থেকে তার আয় প্রায় ১ কোটি ৪০ লাখ রুপি। রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুশতাক আলী ট্রফি মিলিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে তার বার্ষিক আয় প্রায় ৫০ লাখ রুপি।

    নিউজটি শেয়ার করুন

    অর্জুন টেন্ডুলকারের বাগদান সম্পন্ন, পাত্রী সানিয়া চন্দক

    আপডেট সময় ০৭:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

    কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে, ক্রিকেটার অর্জুন টেন্ডুলকার ২৫ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন। গতকাল ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি সূত্র নিশ্চিত করেছে যে, অর্জুন মুম্বাইয়ের ব্যবসায়ী রবি ইকবাল ঘাইয়ের নাতনি সানিয়া চন্দকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসে খেলা এই ক্রিকেটারের আংটি বদল হয়।

    সানিয়া চন্দক মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন। এরপর ২০২০ সালে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতক সম্পন্ন করেন। ভারতের সিএনবিসি টিভি১৮-এর তথ্য অনুযায়ী, গত বছর তিনি ওয়ার্ল্ড ওয়াইড ভেটেরিনারি সার্ভিস (ডব্লিউভিএস) থেকে ভেটেরিনারি টেকনিশিয়ানের সার্টিফিকেট অর্জন করেন।

    বর্তমানে তিনি মুম্বাইয়ে ‘মি. পওজ পেট স্পা অ্যান্ড স্টোর’-এর পরিচালক ও ব্যবসায়িক অংশীদার। এনডিটিভি জানিয়েছে, এই ব্যবসা থেকে বছরে প্রায় ৯০ লাখ রুপি আয় হয়। সানিয়া নিজের ব্যক্তিগত জীবন এবং প্রচার থেকে দূরে থাকতে পছন্দ করেন। অর্জুনের বোন সারা টেন্ডুলকারের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে, যার প্রমাণ তাদের ইনস্টাগ্রামের ছবিতে দেখা যায়।

    সানিয়ার দাদা রবি ইকবাল ঘাই গ্রাভিস গ্রুপের চেয়ারম্যান এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম কোম্পানির মালিক। তার বাবা ইকবাল কৃষাণ (আই কে ঘাই) ভারতে ‘আইসক্রিমের মহারাজা’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের সৈন্যদের হাতে তৈরি খাবার সরবরাহ করতেন এবং ভারে কোয়ালিটি আইসক্রিম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী, রবি ঘাইয়ের ছেলে গৌরব ঘাই এখন পারিবারিক ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন।

    বাবার মতো ব্যাটসম্যান না হয়ে অর্জুন একজন বাঁহাতি পেস বোলার হিসেবে নিজের ক্যারিয়ার গড়েছেন। তিনি ভারতের ঘরোয়া ক্রিকেটে গোয়ার প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৩৭ উইকেট ও ৫৩২ রান করেছেন। ২৪টি টি-টোয়েন্টিতে ২৭ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ১১৯ রান। ১৮টি ওয়ানডে (লিস্ট এ) ম্যাচে ১০২ রান ও ২৫ উইকেট তার ঝুলিতে রয়েছে।

    আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ২০২৩ সালে অভিষেক হয় অর্জুনের। সে বছর ৪ ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর পরের মৌসুমে একটি ম্যাচ খেললেও কোনো উইকেট পাননি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অর্জুনের মোট সম্পদের আর্থিক মূল্য প্রায় ২২ কোটি রুপি। তার আয়ের বেশিরভাগই আসে আইপিএল থেকে।

    ২০২০ সালে তিনি ২০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ানসে সই করেন এবং পরের বছর ৩০ লাখ রুপিতে তাকে ধরে রাখা হয়। গত পাঁচ মৌসুমে আইপিএল থেকে তার আয় প্রায় ১ কোটি ৪০ লাখ রুপি। রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুশতাক আলী ট্রফি মিলিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে তার বার্ষিক আয় প্রায় ৫০ লাখ রুপি।