ওয়েস্ট হামকে ৫-১ গোলে উড়িয়ে দিল চেলসি

- আপডেট সময় ০১:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
লন্ডন স্টেডিয়ামে একতরফা লড়াইয়ে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে চেলসি। এই জয়ের মধ্য দিয়ে ব্লুজরা তাদের দাপট প্রতিষ্ঠা করল।
ম্যাচের শুরুটা অবশ্য অন্যরকম ছিল। মাত্র ৬ মিনিটের মাথায় লুকাস পাকেতার দুর্দান্ত এক শটে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ২৫ গজ দূর থেকে পাকেতার বাঁ-পায়ের জোরালো শট সরাসরি রবার্ট সানচেজের জালে জড়ায়।
কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি। ১৫তম মিনিটে পেদ্রো নেতোর কর্নার থেকে পাওয়া বলে মার্ক কুকুরেয়ার হেডের পর জোয়াও পেদ্রো তা জালে জড়িয়ে সমতা ফেরান। দুই মিনিট পর আবারও লিড নেওয়ার সুযোগ পেয়েছিল ওয়েস্ট হাম, কিন্তু ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের কারণে নিকলাস ফুলক্রুগের গোলটি বাতিল হয়।
২৩তম মিনিটে জোয়াও পেদ্রোর ক্রস থেকে বল পেয়ে পেদ্রো নেতো গোল করেন এবং ৩৪তম মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে এঞ্জো ফার্নান্দেজ সহজেই গোল করলে প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় চেলসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়েস্ট হামের গোলরক্ষক ম্যাডস হারম্যানসেনের ভুলের সুযোগ নিয়ে মইসেস কাইসেদো কর্নার থেকে গোল করেন। ৫৮তম মিনিটে আরও একটি কর্নার থেকে ত্রেভো চালোবাহ ভলিতে বল জালে জড়ালে ৫-১ গোলের দাপুটে জয় নিশ্চিত হয় চেলসির।