খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার ৪০

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৬:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ৩০০ বার পড়া হয়েছে
খুলনায় ঝটিকা মিছিলের ঘটনায় নগরীর পৃথক থানায় তিনটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের অন্তত ৪০ নেতাকর্মীকে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, রবিবার (২০ এপ্রিল) খুলনা নগরীর জিরো পয়েন্ট, আড়ংঘাটা ও খালিশপুরে মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। বিভিন্ন স্থান থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, তিনটি মামলার বাদী পুলিশ। এসব মামলায় দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্ৰেফতার দেখানো হয়েছে।
ট্যাগস :