ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

    গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’

    ইন্টারন্যাশনাল ডেস্ক
    • আপডেট সময় ১১:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৬১ বার পড়া হয়েছে

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে, নইলে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প দাবি করেন, ইসরায়েল তাঁর শর্ত মেনে নিয়েছে, এবার হামাসেরও মানতেই হবে।

    এর আগে গত মার্চের শুরুর দিকে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন ট্রাম্প। তখনও তিনি একই ধরনের সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহত ব্যক্তিদের মরদেহ ইসরায়েলকে ফেরত দিতে হবে।

    প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় হামাস। ওই হামলার সময় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের মধ্যে ৪৭ জন গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং তাঁদের মরদেহ ফেরত পাওয়ার দাবি জানিয়েছে ইসরায়েল।

    গত শুক্রবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ‘হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা করেছে’। একইসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন, গাজায় হয়তো আরও জিম্মি মারা গেছেন। রবিবারের সতর্কবার্তায় হামাসকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা বলেছি, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও, তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। না হলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে।”

    অন্যদিকে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৬৪ হাজার ৩৬৮ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এ হিসাবকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’

    আপডেট সময় ১১:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে, নইলে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প দাবি করেন, ইসরায়েল তাঁর শর্ত মেনে নিয়েছে, এবার হামাসেরও মানতেই হবে।

    এর আগে গত মার্চের শুরুর দিকে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন ট্রাম্প। তখনও তিনি একই ধরনের সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহত ব্যক্তিদের মরদেহ ইসরায়েলকে ফেরত দিতে হবে।

    প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় হামাস। ওই হামলার সময় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের মধ্যে ৪৭ জন গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং তাঁদের মরদেহ ফেরত পাওয়ার দাবি জানিয়েছে ইসরায়েল।

    গত শুক্রবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ‘হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা করেছে’। একইসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন, গাজায় হয়তো আরও জিম্মি মারা গেছেন। রবিবারের সতর্কবার্তায় হামাসকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা বলেছি, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও, তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। না হলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে।”

    অন্যদিকে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৬৪ হাজার ৩৬৮ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এ হিসাবকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে।