নারী ফুটবলে ইতিহাস গড়ল বাংলাদেশ, ফিফা র্যাংকিংয়ে রেকর্ড উন্নতি

- আপডেট সময় ০৮:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
ফিফা নারী র্যাংকিংয়ে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে সাবিনা-কৃষ্ণারা, যা দেশের নারী ফুটবলের ইতিহাসে অন্যতম বড় সাফল্য।
ফিফার প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এর আগে, ১২ জুন প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১২৮তম। এ হালনাগাদ র্যাংকিংয়ে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে বাংলাদেশেরই—যেখানে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ +৮০.৫১ পয়েন্ট, যা বিশ্বের অন্য যেকোনো দলের চেয়ে বেশি।
ফিফা নিজেই জানিয়েছে, এবারের র্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি ঘটেছে বাংলাদেশের। নারী ফুটবলে বাংলাদেশের এমন র্যাংকিং উন্নতি কেবল রেকর্ড নয়, এটি সাম্প্রতিক সময়ের ধারাবাহিক উন্নয়নের প্রমাণও। নারী দলের ইতিহাসে বাংলাদেশ এর আগেও ১০০তম অবস্থানে উঠেছিল। ২০১৩ সালের মার্চে এবং ২০১৭ সালের ১৫ ডিসেম্বর ফিফা র্যাংকিংয়ে এই অবস্থানে দেখা গিয়েছিল বাংলাদেশ নারী দলকে। তবে সাম্প্রতিক সময়ে এত বড় ব্যবধানে উন্নতির নজির আর নেই।
২০২৬ নারী এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেওয়া ১২ দলের মধ্যে এতদিন ফিফা র্যাংকিংয়ে সবচেয়ে নিচে ছিল বাংলাদেশ। তবে হালনাগাদ তালিকায় সেই অবস্থান থেকে বাংলাদেশ উঠে গেলেও সবচেয়ে নিচে রয়ে গেছে আফগানিস্তান। এদিকে, ফিফা র্যাংকিংয়ে শীর্ষ দলগুলোর অবস্থানেও এসেছে পরিবর্তন। সদ্য সমাপ্ত ইউরোতে রানার্সআপ হওয়া স্পেন এক ধাপ এগিয়ে উঠে এসেছে শীর্ষে, যেখানে যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে।
তিন ধাপ এগিয়ে সুইডেন এখন তৃতীয়, ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। জার্মানি নেমে গেছে পঞ্চম স্থানে। দক্ষিণ আমেরিকার নারী ফুটবলেও র্যাংকিং পরিবর্তন দেখা গেছে। কোপা আমেরিকা জয়ী ব্রাজিল তিন ধাপ পিছিয়ে সপ্তম অবস্থানে নেমে গেছে। অন্যদিকে, আর্জেন্টিনা দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ৩০তম স্থানে।
সামগ্রিকভাবে, বাংলাদেশের এই র্যাংকিং সাফল্য নারী ফুটবলের ভবিষ্যতের জন্য এক ইতিবাচক ইঙ্গিত, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।