পদ্মা নদীতে ভয়াবহ টর্নেডোর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৫:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৩০৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় নদীর পানি আকাশে উঠতে দেখা যায়।
এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটেনি। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পদ্মা নদীর পানি বিকেলের দিকে হঠাৎ করে আকাশে উঠতে থাকে। এতে আমরা ভয় পেয়ে যাই। অনেকে মোবাইল ফোন দিয়ে সেই ঘটনার ভিডিও করেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ট্যাগস :