বিয়ের আশ্বাসে ৩ কোটি টাকা খরচ, শেষমেশ প্রতারণার অভিযোগ

- আপডেট সময় ০১:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ২৮৪ বার পড়া হয়েছে
এক তরুণীর সঙ্গে বিয়ের আশ্বাসে প্রায় পাঁচ বছর ধরে ৩ কোটি টাকা খরচ করেছেন বলে অভিযোগ করেছেন ৫৯ বছর বয়সী এক ব্যবসায়ী। তবে শেষ পর্যন্ত বিয়ে না হওয়ায় প্রতারণার অভিযোগে তরুণীর বিরুদ্ধে ১২ জুন রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেছেন তিনি। তরুণীর দাবি, ব্যবসায়ী তাঁকে ফাঁদে ফেলে সম্পর্ক গড়ে তুলেছিলেন।
ব্যবসায়ীর ভাষ্যমতে, স্ত্রীর মৃত্যুর এক বছর পর ২০১৯ সালে ফেসবুকে ১৯ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এবং বিয়ের প্রস্তাব দেন। তরুণী জানান, তাঁর মা অসুস্থ, বাবা মারা গেছেন, পরিবারে আর্থিক অনটন চলছে। এর পর থেকেই চিকিৎসা, ঘরভাড়া, লেখাপড়াসহ বিভিন্ন খরচে ব্যবসায়ী টাকা দিতে থাকেন।
এজাহারে বলা হয়, তরুণী তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে তিন কোটি টাকা নিয়েছেন। এমনকি গায়েহলুদের শাড়ি ও সরঞ্জামের জন্যও টাকা নিয়েছেন।
ব্যবসায়ীর দাবি, বিয়ের তারিখ ঠিক হলেও তরুণী নানা অজুহাতে তা পিছিয়ে দেন। শেষবার ২৩ মে বিয়ের কথা থাকলেও তরুণী জানান, গ্রামের বাড়িতে পানি উঠেছে, তাই বিয়ে সম্ভব নয়।
পরবর্তীতে তিনি জানতে পারেন, তরুণী আসলে আগেই বিয়ে করেছেন এবং তাঁর সন্তানও রয়েছে। প্রতারিত হয়ে মামলা দায়ের করেন ব্যবসায়ী।
অন্যদিকে তরুণী বলেন, তিনি সত্যিই বিয়ের কথা গোপন করেছিলেন, তবে ৩ কোটি টাকা নেননি। বরং ব্যবসায়ী তাঁর মায়ের পূর্বপরিচিত ছিলেন এবং মায়ের মৃত্যুর পর তাঁদের পরিবারে নিয়মিত যাতায়াত শুরু করেন। তাঁর অভিযোগ, ব্যবসায়ী তাঁকে দিনের পর দিন মানসিক ও শারীরিকভাবে চাপ প্রয়োগ করেছেন। তিনিও ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা এসআই নূর এ হাবিব ফয়সাল জানান, অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। উভয়পক্ষের দাবি যাচাই করে প্রকৃত সত্য উদঘাটন করা হবে।