ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

- আপডেট সময় ০৩:১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনার কমতি থাকে না। তবে সাম্প্রতিক সময়ে মাঠের ক্রিকেটে সেই উত্তেজনার ছিটেফোঁটাও দেখা যায় না। গেল কয়েক বছরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াইয়ের ফলাফলটাও যেন ঘুরেফিরে একই। এবারের এশিয়া কাপের আগেও দুই দলের মহারণ ঘিরে কম উত্তাপ ছড়ায়নি। সম্প্রতি দেশ দুটির মধ্যকার সংঘাত যেন আরও রসদ জুগিয়েছিল। তবে মাঠের লড়াইয়ে পাকিস্তানকে আরও একবার হতাশ করল ভারত।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ২৫ বল হাতে রেখেই ৭ উইকেটে হারিয়েছে ভারত। টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই সেই লক্ষ্য সহজেই টপকে যায় ভারত। সেই সঙ্গে টানা দুই জয়ে প্রথম দল হিসেবে সুপার ফোরে এক পা দিয়ে রাখল সূর্যকুমার যাদবের দল।