বাবার মৃত্যুতে শোকাহত জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম

- আপডেট সময় ০৩:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তার বাবা মুহাম্মদ আসলাম। প্রিয় শিল্পীর এই দুঃসময়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গভীর সমবেদনা জানিয়েছেন।
পাকিস্তান অবজার্ভারের তথ্য অনুযায়ী, আতিফ আসলাম সবসময়ই তার বাবা-মায়ের সঙ্গে গভীর সম্পর্কের কথা প্রকাশ্যে বলেছেন। তিনি প্রায়ই উল্লেখ করতেন যে, জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তার বাবা-মায়ের সঙ্গে পরামর্শ করতেন। এই পারিবারিক মূল্যবোধ তার জীবনের একটি বড় অংশ। বাবার মৃত্যুতে তার পরিবারে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত এবং সহশিল্পীরা মুহাম্মদ আসলামের মৃত্যুতে আতিফ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। যদিও আতিফ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি, তবে তার কাছের মানুষরা এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। আতিফ আসলাম একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তার বাবা কীভাবে তার সংগীত জীবনের শুরু থেকেই পাশে ছিলেন এবং তাকে স্বপ্ন পূরণের জন্য সবসময় উৎসাহিত করতেন।
আতিফ আসলাম ২০০০ সালের প্রথম দিকে তার প্রথম অ্যালবাম ‘জলপরী’ দিয়ে সংগীতজীবন শুরু করেন। পাকিস্তান ছাড়াও ভারতীয় চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি উপমহাদেশজুড়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উর্দু ছাড়াও একাধিক ভাষায় গান গেয়ে তিনি নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন।