ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

    আরব আমিরাতে বসছে এশিয়া কাপ ২০২৫-ফাইনাল ২৮ সেপ্টেম্বর

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০২:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
    • / ২৫৫ বার পড়া হয়েছে

    আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। সমাপ্তি ঘটবে ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। শনিবার টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত করে প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি শহর—আবুধাবি ও দুবাইতে। জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

    এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। অংশ নিচ্ছে মোট আটটি দল— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দলগুলো দুইটি গ্রুপে ভাগ হয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপের সব ম্যাচ হবে আবুধাবিতে। টাইগারদের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

    অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ১০ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করবে ভারত, প্রতিপক্ষ স্বাগতিক আমিরাত। ১৪ সেপ্টেম্বর ক্রিকেট বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ দ্বৈরথ— ভারত বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

    প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল যাবে সুপার ফোর পর্বে, যা শুরু হবে ২০ সেপ্টেম্বর। এখান থেকেও সেরা দুটি দল জায়গা করে নেবে ফাইনালে। মূলত ২০২৫ এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিল ভারতে। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান ভারতের মাটিতে খেলতে রাজি হয়নি। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

    প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই তৈরি হয়েছে ভক্ত-সমর্থকদের উন্মাদনা। হাইভোল্টেজ ম্যাচগুলো ঘিরে উত্তেজনার পারদ বাড়ছে, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। আরব আমিরাতের মরুর বুকে টানা ২০ দিনের এই ক্রিকেট উৎসব হতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চ, যার অপেক্ষায় গোটা উপমহাদেশ।

    নিউজটি শেয়ার করুন

    আরব আমিরাতে বসছে এশিয়া কাপ ২০২৫-ফাইনাল ২৮ সেপ্টেম্বর

    আপডেট সময় ০২:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

    আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। সমাপ্তি ঘটবে ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। শনিবার টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত করে প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি শহর—আবুধাবি ও দুবাইতে। জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

    এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। অংশ নিচ্ছে মোট আটটি দল— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দলগুলো দুইটি গ্রুপে ভাগ হয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপের সব ম্যাচ হবে আবুধাবিতে। টাইগারদের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

    অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ১০ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করবে ভারত, প্রতিপক্ষ স্বাগতিক আমিরাত। ১৪ সেপ্টেম্বর ক্রিকেট বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ দ্বৈরথ— ভারত বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

    প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল যাবে সুপার ফোর পর্বে, যা শুরু হবে ২০ সেপ্টেম্বর। এখান থেকেও সেরা দুটি দল জায়গা করে নেবে ফাইনালে। মূলত ২০২৫ এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিল ভারতে। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান ভারতের মাটিতে খেলতে রাজি হয়নি। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

    প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই তৈরি হয়েছে ভক্ত-সমর্থকদের উন্মাদনা। হাইভোল্টেজ ম্যাচগুলো ঘিরে উত্তেজনার পারদ বাড়ছে, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। আরব আমিরাতের মরুর বুকে টানা ২০ দিনের এই ক্রিকেট উৎসব হতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চ, যার অপেক্ষায় গোটা উপমহাদেশ।