ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

    উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, হাসপাতালে ভর্তি ১৬৫ জন

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
    • / ২৬১ বার পড়া হয়েছে

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

    আইএসপিআর-এর তথ্যমতে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৬৫ জন। কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি ৮ জন আহত হলেও সেখানে কেউ মারা যাননি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত হয়েছেন ৪৬ জন এবং সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন আহত ও ১ জন নিহত হয়েছেন।

    সিএমএইচে (ঢাকা) ২৮ জন আহত এবং সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত হয়েছেন ১৩ জন এবং মারা গেছেন ২ জন। উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন আহত, নিহত ১ জন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন আহত, কোনো মৃত্যু হয়নি। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন আহত হয়েছেন, তবে কোনো মৃত্যুর খবর নেই। ইউনাইটেড হাসপাতালে দুজন আহত এবং একজন নিহত হয়েছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজন আহত হলেও সেখানে কেউ মারা যাননি।

    এর আগে সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছিলেন, দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক—পাইলট তৌকির ইসলাম ও মাইলস্টোন স্কুলের শিক্ষক মাহরীন চৌধুরী। বাকিরা সবাই শিশু।

    তৎকালীন তথ্য অনুযায়ী আহত ছিলেন ৭৮ জন। কিন্তু সময়ের ব্যবধানে আহতের সংখ্যা বাড়তে বাড়তে ১৬৫ জনে পৌঁছেছে বলে সর্বশেষ নিশ্চিত করেছে আইএসপিআর। দুর্ঘটনায় মৃতদের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী।

    এই ভয়াবহ দুর্ঘটনা দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে, আর হাসপাতালগুলোয় আহতদের চিকিৎসায় নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।

    নিউজটি শেয়ার করুন

    উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, হাসপাতালে ভর্তি ১৬৫ জন

    আপডেট সময় ০৪:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

    আইএসপিআর-এর তথ্যমতে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৬৫ জন। কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি ৮ জন আহত হলেও সেখানে কেউ মারা যাননি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত হয়েছেন ৪৬ জন এবং সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন আহত ও ১ জন নিহত হয়েছেন।

    সিএমএইচে (ঢাকা) ২৮ জন আহত এবং সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত হয়েছেন ১৩ জন এবং মারা গেছেন ২ জন। উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন আহত, নিহত ১ জন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন আহত, কোনো মৃত্যু হয়নি। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন আহত হয়েছেন, তবে কোনো মৃত্যুর খবর নেই। ইউনাইটেড হাসপাতালে দুজন আহত এবং একজন নিহত হয়েছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজন আহত হলেও সেখানে কেউ মারা যাননি।

    এর আগে সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছিলেন, দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক—পাইলট তৌকির ইসলাম ও মাইলস্টোন স্কুলের শিক্ষক মাহরীন চৌধুরী। বাকিরা সবাই শিশু।

    তৎকালীন তথ্য অনুযায়ী আহত ছিলেন ৭৮ জন। কিন্তু সময়ের ব্যবধানে আহতের সংখ্যা বাড়তে বাড়তে ১৬৫ জনে পৌঁছেছে বলে সর্বশেষ নিশ্চিত করেছে আইএসপিআর। দুর্ঘটনায় মৃতদের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী।

    এই ভয়াবহ দুর্ঘটনা দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে, আর হাসপাতালগুলোয় আহতদের চিকিৎসায় নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।