এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫%, কমেছে GPA 5

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০২:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
ঢাকা শিক্ষা বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবির।
তিনি জানান, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে। এবারের পরীক্ষায় মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি শিক্ষা বোর্ড নিজস্ব ব্যবস্থাপনায় আলাদাভাবে ফল প্রকাশ করেছে।