ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

    ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের পর কাঁদলেন নেইমার, ৬-০ গোলে বিধ্বস্ত সান্তোস

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে নেইমারের দল সান্তোস। এই ম্যাচটি নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার। হারের পর আবেগ সামলাতে না পেরে মাঠে বসেই কাঁদতে দেখা যায় তারকা ফুটবলারকে। তার এমন বাজে পারফরম্যান্সে হতাশ সমর্থকরা। এই হারের পর সান্তোসের প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

    ব্রাজিলিয়ান লিগ সিরি আ’র এই ম্যাচে সান্তোস কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। ম্যাচের প্রথমার্ধে ১ গোল খেলেও দ্বিতীয়ার্ধে ভাস্কো দা গামা একে একে পাঁচবার বল জড়িয়ে সান্তোসের জালে। নেইমারের ক্যারিয়ারের আগের সবচেয়ে বড় হার ছিল ৪-০ গোলের, যা তিনি ২০১১ সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে এবং ২০১৭ সালে বার্সেলোনায় খেলার সময় পিএসজির বিপক্ষে পেয়েছিলেন।

    এই ম্যাচের আগে সবার চোখ ছিল নেইমার ও তার জাতীয় দল সতীর্থ ফিলিপে কুতিনিওর দিকে। কুতিনিও প্রতিনিধিত্ব করছিলেন ভাস্কো দা গামার আর নেইমার সান্তোসের। মাঠের লড়াইয়ে কুতিনিওর দল শুধু জয়ই লাভ করেনি, ব্যক্তিগতভাবেও কুতিনিও এই ম্যাচে জয়ী হয়েছেন। ভাস্কো দা গামার ৬ গোলের মধ্যে দুটি করেছেন সাবেক লিভারপুল ও বার্সেলোনা ফরোয়ার্ড।

    এই দুর্দান্ত জয়ের ফলে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা। ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তারা ১৬ নম্বর অবস্থানে আছে। অন্যদিকে, এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে সান্তোস আছে ১৫ নম্বরে।
    ম্যাচ শেষে নেইমার বলেন, “আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ।

    সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে, অবশ্যই সহিংসতা পরিহার করে।” তিনি আরও বলেন, “এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমনটা হয়নি। দুর্ভাগ্যবশত এবার হলো। কান্না এসেছিল রাগ থেকে, যা ঘটেছে সবকিছুর জন্য। দুর্ভাগ্যবশত আমি সবদিক দিয়ে সাহায্য করতে পারি না। যা–ই হোক, পুরো ব্যাপারটাই ছিল একেবারে বাজে, এটাই বাস্তবতা।”

    সান্তোসের এই বড় হারের কিছুক্ষণ পরই ক্লাব কর্তৃপক্ষ প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে। এক বিবৃতিতে তারা হাভিয়েরকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে ছাঁটাইয়ের কথা নিশ্চিত করেছে।

    নিউজটি শেয়ার করুন

    ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের পর কাঁদলেন নেইমার, ৬-০ গোলে বিধ্বস্ত সান্তোস

    আপডেট সময় ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

    ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে নেইমারের দল সান্তোস। এই ম্যাচটি নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার। হারের পর আবেগ সামলাতে না পেরে মাঠে বসেই কাঁদতে দেখা যায় তারকা ফুটবলারকে। তার এমন বাজে পারফরম্যান্সে হতাশ সমর্থকরা। এই হারের পর সান্তোসের প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

    ব্রাজিলিয়ান লিগ সিরি আ’র এই ম্যাচে সান্তোস কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। ম্যাচের প্রথমার্ধে ১ গোল খেলেও দ্বিতীয়ার্ধে ভাস্কো দা গামা একে একে পাঁচবার বল জড়িয়ে সান্তোসের জালে। নেইমারের ক্যারিয়ারের আগের সবচেয়ে বড় হার ছিল ৪-০ গোলের, যা তিনি ২০১১ সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে এবং ২০১৭ সালে বার্সেলোনায় খেলার সময় পিএসজির বিপক্ষে পেয়েছিলেন।

    এই ম্যাচের আগে সবার চোখ ছিল নেইমার ও তার জাতীয় দল সতীর্থ ফিলিপে কুতিনিওর দিকে। কুতিনিও প্রতিনিধিত্ব করছিলেন ভাস্কো দা গামার আর নেইমার সান্তোসের। মাঠের লড়াইয়ে কুতিনিওর দল শুধু জয়ই লাভ করেনি, ব্যক্তিগতভাবেও কুতিনিও এই ম্যাচে জয়ী হয়েছেন। ভাস্কো দা গামার ৬ গোলের মধ্যে দুটি করেছেন সাবেক লিভারপুল ও বার্সেলোনা ফরোয়ার্ড।

    এই দুর্দান্ত জয়ের ফলে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা। ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তারা ১৬ নম্বর অবস্থানে আছে। অন্যদিকে, এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে সান্তোস আছে ১৫ নম্বরে।
    ম্যাচ শেষে নেইমার বলেন, “আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ।

    সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে, অবশ্যই সহিংসতা পরিহার করে।” তিনি আরও বলেন, “এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমনটা হয়নি। দুর্ভাগ্যবশত এবার হলো। কান্না এসেছিল রাগ থেকে, যা ঘটেছে সবকিছুর জন্য। দুর্ভাগ্যবশত আমি সবদিক দিয়ে সাহায্য করতে পারি না। যা–ই হোক, পুরো ব্যাপারটাই ছিল একেবারে বাজে, এটাই বাস্তবতা।”

    সান্তোসের এই বড় হারের কিছুক্ষণ পরই ক্লাব কর্তৃপক্ষ প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে। এক বিবৃতিতে তারা হাভিয়েরকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে ছাঁটাইয়ের কথা নিশ্চিত করেছে।