গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত

- আপডেট সময় ১২:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৭০ জন। এই হামলার ফলে ইসরায়েলের অব্যাহত গণহত্যায় মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬২ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বার্তা সংস্থা আনাদোলু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার হামলায় হতাহতের পর মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬২৯ জনে। এছাড়া, ক্ষুধা ও অপুষ্টিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুজন শিশু। এতে দুর্ভিক্ষজনিত মোট মৃত্যুর সংখ্যা ৩০৩ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ১১৭ জনই শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, অসংখ্য নিহত ব্যক্তি এখনো ধ্বংসস্তূপ বা রাস্তায় পড়ে আছেন। চলমান ইসরায়েলি বোমাবর্ষণ এবং উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার ৯৭৫ জন নিহত এবং ৪৬ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনি বেসামরিকদের ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে ১৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ২ হাজার ১৪০ জন নিহত এবং ১৫ হাজার ৭৩৭ জন আহত হয়েছেন।
মার্চ মাসের শুরু থেকে গাজায় ইসরায়েলের পূর্ণ অবরোধের কারণে সেখানকার ২৪ লাখ মানুষের জন্য দুর্ভিক্ষ, মহামারি এবং জরুরি সেবার পতন ঘটেছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।