ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

    গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬০ দোকান, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৪ বার পড়া হয়েছে

    গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের অন্তত ৬০টি দোকান ও দোকানে থাকা সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে শাপলা ম্যানশনের পশ্চিম পাশে টিনশেড নির্মিত চান্দনা চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের টানা দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং এক ঘণ্টার বেশি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

    গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন গণমাধ্যমকে বলেন, সকাল ৬টার দিকে লাগা আগুনের খবর পেয়ে মোট পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

    অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনার কারণে আশপাশে আগুনের বিস্তার ঘটেনি।

    নিউজটি শেয়ার করুন

    গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬০ দোকান, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

    আপডেট সময় ১২:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

    গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের অন্তত ৬০টি দোকান ও দোকানে থাকা সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে শাপলা ম্যানশনের পশ্চিম পাশে টিনশেড নির্মিত চান্দনা চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের টানা দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং এক ঘণ্টার বেশি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

    গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন গণমাধ্যমকে বলেন, সকাল ৬টার দিকে লাগা আগুনের খবর পেয়ে মোট পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

    অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনার কারণে আশপাশে আগুনের বিস্তার ঘটেনি।