শাহবাগে গুম মামলার ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের ছবি

- আপডেট সময় ০৭:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ২৭২ বার পড়া হয়েছে
ঢাকার শাহবাগে রাজু ভাস্কর্যের পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে গুম সংক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের ছবি।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ ঘটনার মাধ্যমে গুমের শিকার পরিবারগুলো তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও বিচার না পাওয়ার বেদনা প্রকাশ করেছেন।
অন্যদিকে, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
রাজু ভাস্কর্যের পাদদেশ, সব সময়ই আন্দোলন-সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত।
সোমবার সকাল থেকে এখানেই ঝুলছে বেশ কয়েকজন সেনা কর্মকর্তার ছবি, যাদের বিরুদ্ধে গুমের মামলায় আদালত ওয়ারেন্ট জারি করেছে বলে জানা গেছে।
ছবিগুলোর নিচে লেখা গুমের বিচার চাই।
আরো লেখা আছে “দায়ীদের শাস্তি হোক” এমন স্লোগান।
দুপুরের দিকে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যানার ও পোস্টার সরানোর চেষ্টা করলে কয়েকজন মানবাধিকার কর্মীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
পরে পরিস্থিতি শান্ত হয় পুলিশের হস্তক্ষেপে।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গত এক দশকে দেশে গুমের শিকার হয়েছেন কয়েকশ’ মানুষ।
তাঁদের মধ্যে অনেকেরই স্বজনরা আজও জানতে পারেননি প্রিয়জনের খোঁজ।
 
 













