গৃহকর্মীকে ধর্ষণের দায়ে বাবা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০১:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৩২২ বার পড়া হয়েছে
গৃহকর্মীকে ধর্ষণের দায়ে সিরাজগঞ্জের সলঙ্গায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ওই গ্রামের যদু ফকিরের ছেলে জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন ধর্ষণের শিকার ওই নারী।
বাবা ও ছেলে এই সুযোগে নিয়মিতভাবে ধর্ষণ করেন ওই গৃহকর্মীকে। বর্তমানে ভুক্তভোগী দুই মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় থানায় পৃথক দুটি ধর্ষণের মামলা দায়ের করেছেন ওই গৃহকর্মীর মা। এ দুটি মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ট্যাগস :