গোপালগঞ্জে এসব কী হচ্ছে? ফেসবুক পোস্টে জামায়াত আমির

- আপডেট সময় ০৭:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ জুলাই) ফেসবুকে ‘গোপালগঞ্জে কী হচ্ছে’ শিরোনামে একটি পোস্ট দেন জামায়াত আমির। সেখানে তিনি লিখেছেন, “গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ যথাযথ নিয়ম মেনে প্রশাসনের সঙ্গে আলোচনা করেই কর্মসূচির অনুমতি চেয়েছিলেন, যা তাদের সাংবিধানিক রাজনৈতিক অধিকার।” তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে গোপালগঞ্জে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো উপস্থিতি নেই, যা উদ্বেগজনক।
তিনি আরও লিখেছেন, “অবিলম্বে সরকারকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের সামনে এই ঘটনার পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।” তিনি এলাকার জনগণকে উচ্ছৃঙ্খলতা এড়িয়ে চলার অনুরোধ জানান এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি মহান আল্লাহর কাছে সত্য ও ন্যায়ের পক্ষে সাহায্য প্রার্থনা করেন।
এর আগে বিকেলে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি এই হামলাকে “ন্যক্কারজনক” আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের রাজনৈতিক পরিমণ্ডলকে ভয়াবহভাবে কলুষিত করছে।
গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি এবং এতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কণ্ঠে স্পষ্ট প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। জামায়াত ও বিএনপির এই প্রতিক্রিয়া বিরোধী রাজনীতির পক্ষ থেকে সরকারের ওপর চাপ আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।