চিকিৎসকদের নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করছি-আইন উপদেষ্টা

- আপডেট সময় ১২:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল চিকিৎসকদের সম্পর্কে দেওয়া তার সাম্প্রতিক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডাক্তার প্রসঙ্গ’ শিরোনামে তিনি এই স্ট্যাটাস দেন।
আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন যে তিনি একটি অনুষ্ঠানে চিকিৎসকদের সম্পর্কে কিছু কথা বলেছিলেন। প্রথমে তিনি একজন রোগী হিসেবে তার ভালো অভিজ্ঞতার কথা উল্লেখ করেন, এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনার কথা তুলে ধরেন। তিনি বলেন যে তার বক্তব্য সব চিকিৎসকের জন্য প্রযোজ্য নয়, বরং এটি একটি নির্দিষ্ট শ্রেণির চিকিৎসকের বিরুদ্ধে করা অভিযোগ।
তিনি আরও উল্লেখ করেন, কিছু সংবাদপত্র তার সম্পূর্ণ বক্তব্য প্রকাশ না করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ফলে এমন মনে হতে পারে যে তিনি ঢালাওভাবে সব চিকিৎসকের বিরুদ্ধে রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি পরীক্ষা-নিরীক্ষা করানো বা ওষুধ কোম্পানির সঙ্গে যোগসাজশের মতো অভিযোগ করেছেন। তিনি দ্ব্যর্থহীনভাবে জানান, তার এসব অভিযোগ ‘একশ্রেণির ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারের বিরুদ্ধে নয়’।
আসিফ নজরুল বলেন, তার বক্তব্য যেভাবে কিছু পত্রিকায় ছাপা হয়েছে, তাতে এটি অনেক সৎ ও ত্যাগী চিকিৎসকের জন্য গভীর মনোবেদনার কারণ হতে পারে। এমন চিকিৎসক ভাই-বোনদের কাছে তিনি তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন।
সবশেষে তিনি কিছু চিকিৎসকের (যারা সংখ্যায় কম হতে পারেন) বিরুদ্ধে করা এসব অভিযোগ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানান।