জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে-ইসি

- আপডেট সময় ০৫:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তবে রোডম্যাপটি ঠিক কোন পদ্ধতিতে প্রণীত হবে, তা পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
আখতার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। আলোচনার পর সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিনি আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত কমিশন মোট ৩১৮টি আবেদন পেয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে বলেছিলেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে, এখন থেকে তার মূল লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এর আগে গত ৬ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়।
এদিকে, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে একটি বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি ভবিষ্যতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সংবিধান অনুযায়ী নির্বাচন চায়। তিনি সুষ্ঠু ভোটের জন্য বর্তমান সরকারের ওপর আস্থার কথা জানান। একইসঙ্গে তিনি দলের একটি গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ বলে মন্তব্য করেন।
ইসি সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার একটি খসড়া চূড়ান্ত করেছে, যেখানে কিছু নতুন বিধান যুক্ত করা হয়েছে। এই বিধিমালা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ভোটারদের বিভ্রান্ত করতে ডিপফেক, মিথ্যা, পক্ষপাতমূলক, অপপ্রচারমূলক এবং কুৎসা রটনামূলক কনটেন্ট (যেমন এডিটেড ভিডিও, অডিও, বানোয়াট খবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না। কেউ এসব কার্যক্রম করলে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা বা ডিজিটাল আইনে মামলা হবে।
এছাড়াও, খসড়া বিধিমালায় নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের দিন ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।