জিএম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

- আপডেট সময় ০৭:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ২৬৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে একদল লোক জিএম কাদেরকে “ফ্যাসিবাদের দোসর” আখ্যা দিয়ে তার বিচার দাবিতে বাসভবনের সামনে স্লোগান দিচ্ছেন।
জিএম কাদেরের স্ত্রী এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের জানিয়েছেন, সকাল থেকেই তাদের বাসভবনের আশপাশে বিভিন্ন ধরনের লোক মিছিল করছে এবং জড়ো হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট থানা থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, জিএম কাদের বর্তমানে বাসায় নেই এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের বাসায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না।
গত শুক্রবার রাতে ‘আওয়ামী লীগের দোসর’ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাতে জাতীয় পার্টির অফিসের সামনেও নিরাপত্তা জোরদার করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পুলিশ ও সেনাবাহিনীর হামলায় গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।