কঙ্গনার বিতর্কিত পোস্ট:
ট্রাম্প ‘আলফা পুরুষ’, মোদি ‘আলফা পুরুষের বাপ’

- আপডেট সময় ০৪:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৩০৬ বার পড়া হয়েছে
ভারতীয় সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রনৌতের সাম্প্রতিক বিতর্কিত পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার রাতে বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আলফা পুরুষ’ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘আলফা পুরুষের বাপ’ বলে আখ্যা দেন।
এই মন্তব্য এসেছে ট্রাম্পের অ্যাপল সিইও টিম কুককে ভারতে কারখানা স্থাপন না করার সতর্কবার্তার প্রেক্ষাপটে। কঙ্গনা প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ কি ‘ব্যক্তিগত ঈর্ষা’ নাকি ‘কূটনৈতিক নিরাপত্তাহীনতা’র প্রকাশ?
তিনি দুই নেতার তুলনা করে বলেন, মোদি বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা, তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী, এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু এই পোস্ট তীব্র বিতর্কের জন্ম দেয়।
বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা ফোন করে কঙ্গনাকে পোস্টটি মুছে ফেলতে নির্দেশ দেন। কঙ্গনা পরে এক্স ও ইনস্টাগ্রাম থেকে পোস্টটি সরিয়ে নিয়ে ‘ব্যক্তিগত মতামত’ প্রকাশের জন্য অনুতাপ প্রকাশ করেন।
কঙ্গনার বিতর্কিত মন্তব্য নতুন নয়। ২০২৪ সালে কৃষক আন্দোলন নিয়ে তার মন্তব্যে বিজেপি দলীয় অবস্থান থেকে দূরত্ব বজায় রাখে। এমনকি, চণ্ডীগড় বিমানবন্দরে এক নারী কনস্টেবল তার মন্তব্যের প্রতিবাদে কঙ্গনাকে থাপ্পড় মারেন।