ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার

- আপডেট সময় ০৭:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে হবে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। এদিকে আজ রবিবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ডাকসুর ২৮টি এবং হল সংসদের ১৩টি পদসহ মোট ৪১টি পদে ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। ফলে শিক্ষার্থীদের ভোটে উত্তেজনা ও আগ্রহ ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শুধু একটি ছাত্রসংগঠন নয়, বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলন ও সামাজিক পরিবর্তনের অনন্য প্রতীক। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনগুলোতে ডাকসু নেতারা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে তাই শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ।
ডাকসুর নির্বাচনী ফলাফলকে অনেকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বেরও একটি পূর্বাভাস হিসেবে দেখেন। ফলে এবারকার নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং জাতীয় রাজনীতির অঙ্গনেও বিশেষ গুরুত্ব বহন করছে।