ডাকসু নির্বাচনে ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন

- আপডেট সময় ১২:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহা. মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
ফলাফল অনুযায়ী, ভিপি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। জিএস পদে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৬৪ ভোট পেয়েছেন তানভীর আল হাদি মায়েদ।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে গড়ে প্রায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজয় একাত্তর হলে ৮৩ শতাংশ, জগন্নাথ হলে ৮৩ শতাংশ, মুহসীন হলে ৮৩ দশমিক ৫ শতাংশ, কার্জন হলে ৮০ শতাংশ, সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪ দশমিক ৪৬ শতাংশ, স্যার সলিমুল্লাহ মুসলিম হলে ৮২ দশমিক ৮৩ শতাংশ, সূর্যসেন হলে ৮৭ দশমিক ৮৫ শতাংশ, জসিমউদ্দীন হলে ৭৮ শতাংশ, জিয়া হলে ৭৫ শতাংশ, শেখ মুজিব হলে ৮৬ দশমিক ৫৭ শতাংশ, উদয়ন স্কুলে ৮৫ শতাংশ, টিএসসিতে ৬৯ শতাংশ এবং ল্যাবরেটরি স্কুলে ৬৩ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে।
এবারের ডাকসু নির্বাচনে ভোটাররা আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট দেন। ২৮টি কেন্দ্রীয় পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে নির্বাচন হয় ১৩টি করে পদে। ফলে হল সংসদের মোট ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হন এক হাজার ৩৫ জন। সব মিলিয়ে একজন ভোটারকে ৪১টি ভোট প্রদান করতে হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মাত্র আটবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। এদিকে, ডাকসু নির্বাচনের কারণে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।