ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

    ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান, অনিয়মের অভিযোগ ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৫ বার পড়া হয়েছে

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম। ফলাফল ঘোষণার সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

    মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলেও সন্ধ্যার পর থেকেই উত্তেজনা দেখা দেয়। রাত দেড়টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায়, সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ বিভিন্ন পদে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে আছেন।

    ফলাফল ঘোষণার মধ্যেই ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও রাত ২টা ২০ মিনিটে নিজের ফেসবুকে পোস্ট দেন। তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাঁদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।”

    তিনি আরও লিখেছেন, “যাহোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের কাছে, আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যত দিন থাকব আপনাদের পাশেই থাকব।”
    এদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রাত আড়াইটার দিকে ফেসবুকে লিখেছেন, “চলিতেছে সার্কাস। কে কে দেখছেন?”

    নিউজটি শেয়ার করুন

    ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান, অনিয়মের অভিযোগ ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের

    আপডেট সময় ১২:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম। ফলাফল ঘোষণার সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

    মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলেও সন্ধ্যার পর থেকেই উত্তেজনা দেখা দেয়। রাত দেড়টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায়, সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ বিভিন্ন পদে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে আছেন।

    ফলাফল ঘোষণার মধ্যেই ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও রাত ২টা ২০ মিনিটে নিজের ফেসবুকে পোস্ট দেন। তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাঁদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।”

    তিনি আরও লিখেছেন, “যাহোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের কাছে, আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যত দিন থাকব আপনাদের পাশেই থাকব।”
    এদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রাত আড়াইটার দিকে ফেসবুকে লিখেছেন, “চলিতেছে সার্কাস। কে কে দেখছেন?”