ঢাকাসহ দেশের অন্তত ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

- আপডেট সময় ০৬:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
ঢাকাসহ দেশের অন্তত ১২টি অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া দেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তবে এ বৃষ্টিপাত পরিস্থিতি আগামীকাল শুক্রবার থেকে কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকবে এবং শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে রোদের দেখা মিলতে পারে। যদিও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে সার্বিকভাবে বৃষ্টির প্রবণতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।