ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

    সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, দামেস্কের উচ্ছ্বাস

    ইন্টারন্যাশনাল ডেস্ক
    • আপডেট সময় ০২:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
    • / ২৮২ বার পড়া হয়েছে

    যুক্তরাষ্ট্র অবশেষে সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিরিয়া। শুক্রবার (২৫ আগস্ট) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে এই “ইতিবাচক পদক্ষেপের” জন্য ধন্যবাদ জানিয়েছে।

    সাবেক মস্কোপন্থি প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় সিরিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে গত ডিসেম্বরে হায়াত তাহরির আল শামস (এইচটিএস) জোটের দ্রুত অভিযানের ফলে বাশার আল আসাদের সরকারের পতন হয়। বাশার রাশিয়াতে পালিয়ে যান এবং এইচটিএস-এর শীর্ষ নেতা আহমেদ আল শারা সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    ক্ষমতা বদলের পর থেকেই সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছিল। সোমবার (২৪ আগস্ট) ওয়াশিংটনের পক্ষ থেকে দামেস্ককে জানানো হয় যে ট্রেজারি মন্ত্রণালয় সিরিয়ার ওপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    এই ঘোষণার পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “এই ইতিবাচক পদক্ষেপের জন্য আমরা যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সবচেয়ে বেশি লাভবান হবে সিরিয়ার সাধারণ জনগণ। দেশের মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যিক সম্পর্ক নতুন গতি পাবে।”

    ধারণা করা হচ্ছে, গত মাসে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সিরিয়া সফরের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য জিয়ান্নে শাহীন, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য জোয়ে উইলসন এবং তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক। প্রতিনিধি দলটি সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সোশ্যাল অ্যাফেয়ার্স ও শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

    নিউজটি শেয়ার করুন

    সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, দামেস্কের উচ্ছ্বাস

    আপডেট সময় ০২:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

    যুক্তরাষ্ট্র অবশেষে সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিরিয়া। শুক্রবার (২৫ আগস্ট) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে এই “ইতিবাচক পদক্ষেপের” জন্য ধন্যবাদ জানিয়েছে।

    সাবেক মস্কোপন্থি প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় সিরিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে গত ডিসেম্বরে হায়াত তাহরির আল শামস (এইচটিএস) জোটের দ্রুত অভিযানের ফলে বাশার আল আসাদের সরকারের পতন হয়। বাশার রাশিয়াতে পালিয়ে যান এবং এইচটিএস-এর শীর্ষ নেতা আহমেদ আল শারা সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    ক্ষমতা বদলের পর থেকেই সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছিল। সোমবার (২৪ আগস্ট) ওয়াশিংটনের পক্ষ থেকে দামেস্ককে জানানো হয় যে ট্রেজারি মন্ত্রণালয় সিরিয়ার ওপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    এই ঘোষণার পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “এই ইতিবাচক পদক্ষেপের জন্য আমরা যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সবচেয়ে বেশি লাভবান হবে সিরিয়ার সাধারণ জনগণ। দেশের মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যিক সম্পর্ক নতুন গতি পাবে।”

    ধারণা করা হচ্ছে, গত মাসে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সিরিয়া সফরের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য জিয়ান্নে শাহীন, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য জোয়ে উইলসন এবং তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক। প্রতিনিধি দলটি সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সোশ্যাল অ্যাফেয়ার্স ও শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।