ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

    নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেস সচিব

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৬০ হাজার সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

    এর আগে নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্বিতীয়বারের মতো বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় ৬০ হাজার সেনাসদস্য প্রস্তুত থাকবে। তারা ইতোমধ্যে ৫ আগস্ট থেকে মাঠে ডিউটিতে রয়েছেন এবং ম্যাজিস্ট্রেসির ক্ষমতাও তাদের রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

    এ সময় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যাতে নির্বাচনের সময় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে কোনো ঘাটতি না থাকে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।”

    পুলিশ বাহিনীর প্রস্তুতির প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।” ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল পরিমাণ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা আগামীতেও বাড়তে পারে।

    এসব মিথ্যা তথ্য মোকাবিলায় একটি ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সেন্টার মিস-ইনফরমেশন শনাক্ত ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ব্রিফিংয়ে বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা প্রস্তুতি, তথ্য বিশ্লেষণ ও সমন্বিত কার্যক্রমের ওপর জোর দিয়ে নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু রাখার ব্যাপারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

    নিউজটি শেয়ার করুন

    নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেস সচিব

    আপডেট সময় ০৫:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৬০ হাজার সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

    এর আগে নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্বিতীয়বারের মতো বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় ৬০ হাজার সেনাসদস্য প্রস্তুত থাকবে। তারা ইতোমধ্যে ৫ আগস্ট থেকে মাঠে ডিউটিতে রয়েছেন এবং ম্যাজিস্ট্রেসির ক্ষমতাও তাদের রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

    এ সময় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যাতে নির্বাচনের সময় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে কোনো ঘাটতি না থাকে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।”

    পুলিশ বাহিনীর প্রস্তুতির প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।” ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল পরিমাণ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা আগামীতেও বাড়তে পারে।

    এসব মিথ্যা তথ্য মোকাবিলায় একটি ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সেন্টার মিস-ইনফরমেশন শনাক্ত ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ব্রিফিংয়ে বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা প্রস্তুতি, তথ্য বিশ্লেষণ ও সমন্বিত কার্যক্রমের ওপর জোর দিয়ে নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু রাখার ব্যাপারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।