নুরকে দেখতে হাসপাতালে গেলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি-জিএস

- আপডেট সময় ০৩:২২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস. এম. ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নুরুল হক নুরের কেবিনে গিয়ে তার খোঁজখবর নেন। এসময় তারা নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন, দ্রুত সুস্থতা কামনা করেন এবং মোনাজাতে অংশ নেন।
নেতৃবৃন্দ জানান, নুর দেশের ছাত্র রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। তার সুস্থতা দেশের ছাত্র সমাজের জন্য প্রয়োজন। ডাকসুর ভিপি-জিএস নির্বাচিত হওয়ার পরপরই তারা মানবিক কারণে নুরকে দেখতে হাসপাতালে আসেন।
নুরুল হক নুর বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
ছাত্র রাজনীতির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা নুরের দ্রুত আরোগ্য কামনা করছেন।
ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দের এ উদ্যোগ ছাত্র রাজনীতিতে সৌহার্দ্য ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উপস্থিতরা মন্তব্য করেন।