নুরের অবস্থা আশঙ্কাজনক, সুস্থ দেখানোর ষড়যন্ত্রের অভিযোগ- রাশেদ খান

- আপডেট সময় ০২:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
সম্প্রতি রাজধানীর কাকরাইলে সংঘটিত হামলার পর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক রয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, নুরুল হক নুরকে সুস্থ দেখানোর জন্য একটি ষড়যন্ত্র করা হচ্ছে।
রাশেদ খান বলেন, নুর এখনো পুরোপুরি সুস্থ হননি। তিনি যেই অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই সমস্যা ও শারীরিক সংকট এখনও বিদ্যমান। তাঁর অবস্থা গুরুতর এবং সতর্কতার সঙ্গে চিকিৎসা প্রয়োজন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান এসব তথ্য দেন। এ সময় তিনি জানান, নুরের নাক দিয়ে এখনও জমাটবাঁধা রক্ত বের হচ্ছে। তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ১৩ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন, যেখানে অসুস্থ নুরকে বিমর্ষ অবস্থায় দেখা যায় এবং হাতে থাকা টাওলে জমাটবাঁধা রক্ত দৃশ্যমান।
এর পাশাপাশি, গণঅধিকার পরিষদ নুরুল হক নুরের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।