নোয়াখালী বিভাগ চেয়ে যা বললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কাবিলা

- আপডেট সময় ০৭:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ২৬৯ বার পড়া হয়েছে
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগের দাবিতে সরব হচ্ছেন জেলাটির বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা।
এ নিয়ে গত কিছুদিন ধরেই বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ এবং সড়ক ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে।
যা রীতিমত সোশ্যাল মিডিয়ায় ঘুড়ে বেড়াচ্ছে।
এবার নোয়াখালীকে বিভাগ হিসবে ঘোষণার দাবি জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।
এ অভিনেতার বাড়িও নোয়াখালী।
এ কারণেই জেলাটিকে বিভাগের দাবি জানিয়েছেন তিনি।
গত ৮ অক্টোবর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে এ দাবি জানান ব্যাচেলর পয়েন্ট সিরিজের ‘কাবিলা’ খ্যাত অভিনেতা পলাশ।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’
আর তার এই স্ট্যাটাসটি মুহূর্তেই নজর কাড়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।
ফলে তা ভাইরাল হয়।
সেখানে অনেকেই তার সঙ্গে একাত্মতা পোষণ করে মন্তব্য করেছেন।
কেউ কেউ দাবিটির বিরোধীতাও করেছেন।
আবার কেউ হাস্যরস মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন জিয়াউল হক পলাশ।
শুরুটা ছিল সহকারী হিসেবে।
তারপর অভিনয় এবং পরিচালনা, দুই মাধ্যমে সমানতালে কাজ করছেন তিনি।
একক ও ধারাবাহিক মিলিয়ে এ পর্যন্ত ৮০টির মতো নাটকে দেখা গেছে তাকে।
পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন।
এদিকে ২০১৮ সালে প্রচারে আসে শহুরে মেসজীবনের টানাপোড়েন, হাসি-কান্না, প্রেম-বন্ধুত্ব ও খুনসুটি নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক।
এর প্রথম সিজনে ‘কাবিলা’ চরিত্রের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নেন অভিনেতা পলাশ।
বর্তমানে সিরিজটির পঞ্চম সিজন চলছে।
 
 























