ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

    ফ্যানের প্রেমের প্রস্তাবে চতুর জবাব দিলেন পিয়া জান্নাতুল

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৪ বার পড়া হয়েছে

    শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকাদের ভক্তদের উৎসাহ প্রায়শই সীমারেখা ছাড়িয়ে যায়, যা কখনো কখনো বিড়ম্বনার কারণও হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে।

    বুধবার (৩ সেপ্টেম্বর) পিয়া নিজের ফেসবুক পেজে ঘটনাটি শেয়ার করেন। জানা যায়, এক ব্যক্তি মেসেঞ্জারে তাকে প্রেম নিবেদন করেন এবং ফোন নম্বর চেয়ে বার্তা পাঠান। মজার বিষয়, পিয়া তৎক্ষণাৎ নেতিবাচক উত্তর না দিয়ে, চতুরতার সঙ্গে তাকে একটি নাম্বার প্রদান করেন।

    পিয়ার শেয়ার করা স্ক্রিনশটের মেসেজে দেখা যায়, ওই ব্যক্তি লিখেছেন, তিনি অভিনেত্রীর একজন বড় ভক্ত এবং কোনো বেঈমান নয়। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তিনি পিয়ার প্রতি সীমাহীন দুর্বল, এবং তাকে একান্ত ব্যক্তিগত বন্ধু হিসেবে দেখতে চান। তিনি আরও লিখেছেন, “আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।” শেষ পর্যন্ত তিনি পিয়ার WhatsApp নাম্বার চেয়েছেন।

    তবে পিয়ার জবাব চমকপ্রদ—তিনি ফোন নাম্বার দিয়েছেন, কিন্তু তা আসলে গুলশান থানার নাম্বার ছিল। এই চতুর জবাবে ভক্তরা মজা পেয়েছেন। কেউ মন্তব্য করেছেন, “কী একটা অবস্থা!”, আবার কেউ লিখেছেন, “সে বলল, পৃথিবীর কেউ জানবে না, আর আপনি সবাইকে জানিয়ে দিলেন।”

    অভিনেত্রীর পোস্টটি ভক্তদের মধ্যে হাস্যরসের পরিবেশ সৃষ্টি করেছে এবং তারা এই অভিনব প্রতিক্রিয়াকে উপভোগ করেছেন।

    নিউজটি শেয়ার করুন

    ফ্যানের প্রেমের প্রস্তাবে চতুর জবাব দিলেন পিয়া জান্নাতুল

    আপডেট সময় ০৫:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

    শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকাদের ভক্তদের উৎসাহ প্রায়শই সীমারেখা ছাড়িয়ে যায়, যা কখনো কখনো বিড়ম্বনার কারণও হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে।

    বুধবার (৩ সেপ্টেম্বর) পিয়া নিজের ফেসবুক পেজে ঘটনাটি শেয়ার করেন। জানা যায়, এক ব্যক্তি মেসেঞ্জারে তাকে প্রেম নিবেদন করেন এবং ফোন নম্বর চেয়ে বার্তা পাঠান। মজার বিষয়, পিয়া তৎক্ষণাৎ নেতিবাচক উত্তর না দিয়ে, চতুরতার সঙ্গে তাকে একটি নাম্বার প্রদান করেন।

    পিয়ার শেয়ার করা স্ক্রিনশটের মেসেজে দেখা যায়, ওই ব্যক্তি লিখেছেন, তিনি অভিনেত্রীর একজন বড় ভক্ত এবং কোনো বেঈমান নয়। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তিনি পিয়ার প্রতি সীমাহীন দুর্বল, এবং তাকে একান্ত ব্যক্তিগত বন্ধু হিসেবে দেখতে চান। তিনি আরও লিখেছেন, “আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।” শেষ পর্যন্ত তিনি পিয়ার WhatsApp নাম্বার চেয়েছেন।

    তবে পিয়ার জবাব চমকপ্রদ—তিনি ফোন নাম্বার দিয়েছেন, কিন্তু তা আসলে গুলশান থানার নাম্বার ছিল। এই চতুর জবাবে ভক্তরা মজা পেয়েছেন। কেউ মন্তব্য করেছেন, “কী একটা অবস্থা!”, আবার কেউ লিখেছেন, “সে বলল, পৃথিবীর কেউ জানবে না, আর আপনি সবাইকে জানিয়ে দিলেন।”

    অভিনেত্রীর পোস্টটি ভক্তদের মধ্যে হাস্যরসের পরিবেশ সৃষ্টি করেছে এবং তারা এই অভিনব প্রতিক্রিয়াকে উপভোগ করেছেন।