পূর্বধলায় সাবেক এমপি বেলালের এপিএস রুপা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০১:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৩১৮ বার পড়া হয়েছে
অপারেশন ডেভিল হান্ট অভিযানে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলালের ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে তাকে নিজ বাড়ি পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রাম থেকে (এপিএস) মাহাবুবুর রহমান রুপাকে (৪২) বুধবার (৩০ এপ্রিল) দিবা গত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহাবুবুর রহমান রুপা ওই গ্রামের মৃত শামসুদ্দিন তালুকদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন আসামি গ্রেফতার রুপা । নিয়মিত অভিযানে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ট্যাগস :