পেরুর সাবেক রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির ১৫ বছরের কারাদণ্ড

- আপডেট সময় ০১:১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ৩০৫ বার পড়া হয়েছে
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি ওলান্টা হুমালাকে অর্থ পাচারের অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই মামলায় তার স্ত্রী এবং পেরুর প্রাক্তন ফার্স্ট লেডি নাদিন হেরেদিয়াকেও ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার এই খবরটি জানিয়েছে।
আদালত হুমালা ও হেরেদিয়াকে অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের আরও বেশি শাস্তির দাবি করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, লিমার একটি আদালত জানিয়েছে যে হুমালা ২০০৬ এবং ২০১১ সালে তার নির্বাচনী প্রচারণার জন্য ব্রাজিলের নির্মাণ সংস্থা ওডেব্রেখ্ট থেকে অবৈধ অর্থ গ্রহণ করেছিলেন।
একই অভিযোগে হুমালার স্ত্রী এবং ন্যাশনালিস্ট পার্টির সহ-প্রতিষ্ঠাতা নাদিন হেরেদিয়াকেও দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হুমালাকে ২০ বছর এবং হেরেদিয়াকে ২৬.৫ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন করেছিলেন। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে বিচার চলার পর মঙ্গলবার আদালত এই বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করে।
রায় ঘোষণার সময় ৬২ বছর বয়সী হুমালা আদালতে উপস্থিত ছিলেন, এবং তার স্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন। তবে শুরু থেকেই তারা উভয়েই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।