ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও দৃশ্যমান হোক: রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা

- আপডেট সময় ১২:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে দৃঢ় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রাতে তাঁর সরকারি বাসভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি বলেন, “আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও দৃশ্যমান হলে ভালো হয়। যদি ফ্যাসিবাদবিরোধী কোনো প্রশ্নে বা গঠনমূলক কর্মসূচিতে আপনারা একসঙ্গে থাকেন এবং তা মানুষ দেখতে পায়, তাহলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। দেশের মানুষ সেটা চায় এবং এটাই তাদের প্রত্যাশা।”
বৈঠকটি অনুষ্ঠিত হয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই এই চারটি বড় রাজনৈতিক দলকে আলোচনায় ডাকা হয়েছিল। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোনো মতভিন্নতা নেই এবং ঐক্য অটুট রয়েছে।
আইন উপদেষ্টা বলেন, “দলগুলোর নেতারা স্বীকার করেছেন যে রাজনৈতিক মাঠে পারস্পরিক বক্তব্য ও সমালোচনা রাজনীতির অংশ হিসেবে মাঝে মাঝে আসতেই পারে। তবে তা কোনোভাবেই এই ঐক্যে ফাটলের প্রতিচ্ছবি নয়। তারা আমাদের প্রতিপক্ষ নয়, বরং রাজনৈতিক সহযোগী।”
তিনি আরও জানান, আলোচনায় আইন-শৃঙ্খলা রক্ষা, গণতন্ত্র চর্চা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সরকারের আরো দৃঢ় অবস্থানের আহ্বান জানানো হয়। বিএনপির পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে যে, মতপার্থক্য থাকা সত্ত্বেও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একটি বৃহৎ লক্ষ্যে একতাবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের স্বার্থেই এই ঐক্য যেন আরও সুসংহত হয়, সেটিই ছিল প্রধান উপদেষ্টার মূল বার্তা।