বজ্রপাতের সময় ফোন ব্যবহারে বিপদ বাড়ে? বিজ্ঞান কী বলছে

- আপডেট সময় ০৮:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
বজ্রপাতের সময় আকাশে ঘনঘন বিদ্যুৎ চমকানো এবং বিকট শব্দ আমাদের অনেককে আতঙ্কিত করে তোলে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়, এমনকি অনেকেই বিশ্বাস করেন, ওই সময় মোবাইল ফোন ব্যবহার করাও বিপজ্জনক। বলা হয়ে থাকে, বজ্রপাতের সময় ফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার করা উচিত নয়, কারণ এতে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে।
কিন্তু সত্যিই কি বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করা বিপজ্জনক? অনেকে বিশ্বাস করেন, মোবাইল ফোন বিদ্যুৎ আকর্ষণ করে এবং ঝড়ের সময় ফোন সেই বিদ্যুতকে নিজের দিকে টেনে নেয়। এ থেকেই ঘরের মধ্যে বজ্রপাত হতে পারে বা ফোন বিস্ফোরণ ঘটতে পারে বলে অনেকের ধারণা।
এই বিশ্বাসের পেছনে একটি সাধারণ যুক্তি দেওয়া হয়— মোবাইল ফোন সিগন্যাল পায় রেডিও তরঙ্গের মাধ্যমে, যা টাওয়ার থেকে ফোনে পৌঁছায়। অনেকে মনে করেন, ঝড়ের সময় এই তরঙ্গের মাধ্যমেই বিদ্যুৎ ফোনে চলে আসতে পারে। কিন্তু এই যুক্তির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
বিজ্ঞান বলছে, মোবাইল ফোন সিগন্যাল আদান-প্রদানে ব্যবহৃত রেডিও তরঙ্গ বা বৈদ্যুতিক চৌম্বক তরঙ্গ দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না। ফলে বজ্রপাতের সময় এই তরঙ্গ ধরে বিদ্যুৎ ফোনে পৌঁছাতে পারে না। তাই এই ধারণা যে বজ্রপাত মোবাইল ফোনে আঘাত হানতে পারে— তা পুরোপুরি ভুল ও ভিত্তিহীন।
তবে যদি ফোনটি কোনো বৈদ্যুতিক সংযোগযুক্ত (যেমন তারযুক্ত টেলিফোন) হয়, এবং সেটি বজ্রপাতের সময় ব্যবহার করা হয়, তাহলে কিছুটা ঝুঁকি থাকতে পারে। কারণ বৈদ্যুতিক তার বা ল্যান্ডলাইনের মাধ্যমে বিদ্যুৎ ঘরে পৌঁছাতে পারে। কিন্তু সাধারণ মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে, বজ্রপাত থেকে সরাসরি কোনো ক্ষতির আশঙ্কা নেই।
অতএব, বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করলে বিদ্যুৎ টেনে আনবে বা বিস্ফোরণ ঘটবে— এমন ধারণা নিছক ভ্রান্তি মাত্র। বিজ্ঞান বলছে, ফোন নিরাপদ; তবে ঘরের বাইরে বজ্রপাতের সময় অবস্থান করাটাই আসল ঝুঁকি।